How to Stop Imo Ads । ইমুতে অতিরিক্ত এ্যাড বন্ধ
How do I block ads on IMO | How do I block ads permanently?
How do I stop all the ads on my Android | How do I stop video ads? ইমু একটি জনপ্রিয় মোবাইল কল শেয়ারিং এ্যাপস। এই এ্যাপসের মাধ্যমে একে অপরের সাথে অডিও কথা ভিডিও কলে কথা বলা ও দেখা এবং মেসেজ শেয়ার করা। বেশির ভাগ গ্রাম অঞ্চলের মানুষগণ এই এ্যাপসটি ব্যবহারে করে থাকে। প্রবাসিদের সাথে যোগাযোগ করার জন্য। ২০১৯ সালে ইমু কোম্পানি জানিয়েছে। ঐ বছরে এই এ্যপসটি ব্যাবহার বেড়েছে ৮ শর্তাংশ। ২০২০ সালে যাহার ব্যবাহার ছিলো তিন কোটিরও বেশি। দেখা গেছে তিন কোটি লোক ইমু এ্যাপসটি ইনস্টল করেছে। কিন্তু দেখা যায় ইমুতে অতিরিক্ত এ্যাড আসার কারণে ব্যবহারকারীর কাছে একটি বিরক্তির লাগে। আর তাই আজ চেষ্টা করবো আপনাদের কে কি ভাবে ইমুতে অতিরিক্ত এ্যাড আশা বন্ধ করে এর থেকে মুক্তি পাওয়া যায়।
ইমুতে নাম্বার হাইড করে কিভাবে
০১) প্রথমে আপনাকে যেতে আপনার ফোনের প্লে
স্টোরে। প্লে স্টোরটি অপেন করে সার্চ অপশেনে গিয়ে আপনাকে সার্চ করতে হবে IMO
Lite (ইমু লাইট) । তাহলে IMO Lite (ইমু লাইট) এ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন।
তাহলেই আর আপনার ফোনে আসবে না ইমুতে অতিরিক্ত এ্যাড যা কিনা অনেক বিরক্তি কর। নমুনা
মোবাইলে এড বন্ধ করার উপায়
০২)
অনেক সময় দেখা যায় IMO Lite (ইমু লাইট) দিয়ে সার্চ দিয়ে সেটি আসবে না আপনার
প্লে স্টোরে। যার জন্য তখন আপনাকে যা করতে
হতে পারে। প্লে স্টোরটি অপেন করে সার্চ অপশেনে গিয়ে আপনাকে সার্চ করতে হবে IMO সেটি
আসার পরে এ্যাসটি অপেন করার পরে imo Video calls and chat এই লিখাটির নিচে আরেক টি
লেখা দেখতে পাওয়া যাবে সেটি হলো imo.im তখন imo.im এই লেখাটিতে ক্লিক করলেই দেখা যাবে
ইমু রিলেটেড যত এ্যাপস আছে সেখানে এ্যাপসটি পেতে পারেন। তারপর IMO Lite (ইমু লাইট)
এ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। নমুনা
Download Imo Lite Apk
আবার অনেক সময় imo.im এই লেখাটিতে ক্লিক
করে এ্যাপসি পাওয়া গেলেও তখন দেখায় This Item Is Not Available In Your Country.। সেই
ক্ষেত্রে গুগল চার্স অপশনে IMO Lite (ইমু লাইট) লিখে চার্স দিয়ে অনেক ওয়েব সাইট পাওয়া
যাবে । সেখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারবেন। আশা করি অবশেষে দূর হতে পারে
আপনার কাঙ্খিত সমস্যা টি। তাহলে আর আসবে না ইমুতে অতিরিক্ত বিরক্তির এ্যাড।
এই
ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে
রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন,
আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial
আমাদের
ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট
দিতে পারেন। যাতে করে গ্রুপের এডমিন এবং অন্যান্য
মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial
তাছাড়া
আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial