What is a Keyboard? | কিবোর্ড কি?। How To Use Keyboard Key?

 

how to type @ on laptop keyboard, number keys on keyboard, keyboard keys names with pictures, keyboard keys shortcuts, special keys on keyboard, keyboard keys total, computer keyboard keys and their functions pdf, 10 uses of keyboard


Keyboard কী? একটি ইনপুট ডিভাইস।  নিত্যদিন আমরা কি ভাবে কিবোর্ড ব্যবহার করে থাকি? আমাদের সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপে একটি পরিহার্য অংশ হচ্ছে কিবোর্ড। কিবোর্ড ছাড়া কম্পিউটারের ছাড়া বিশেষ বিশেষ কাজগুলো কোনো ভাবে চিন্তাই করার যায় না। তবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আরো একটি গুরুপূর্ণ ইনপুট ডিভাইস হলো কিবোর্ড ছাড়া কম্পিউটার চালানোও তেমন চিন্তা করা যায় না।  আমার কিবোর্ড বিশেষ করে লেখালেখির কাজে ব্যবহার করে থাকি। আরো ব্যবহার করে থাকি কম্পিউটারের সকল প্রোগ্রামের মাউস ছাড়া প্রবেশ করার জন্য শর্টকাট পন্থা অবলম্বন করা জন্য কিবোর্ড ব্যবহার করে থাকি। Keyboard -এর বিভিন্ন Key (Keyboard Key Uses) রয়েছে। কিবোর্ডেরে কোন কী এর কি কাজ রয়েছে আর তাই সেগুলোর ব্যবাহার সর্ম্পকে বিস্তারিত দেওয়া হলো।

 

How To Use Keyboard?

Space Bar একটি শব্দ লেখার পর এবার স্পেসবারে প্রেস করতে হয়। অর্থাৎ দুইটি অক্ষর বা শব্দের মাঝে যে গ্যাপ থাকে (একটি অক্ষর লেখার জায়গা ) তা স্পেসবারের মাধ্যমে দেয়া হয়।

Tab ট্যাব এ এবার প্রেস করলে ৫ (পাঁচ) টি অক্ষর লিখতে যতটুকু জায়গা প্রয়ােজন ততটুকু ডান পার্শ্বে কারসর সরে যায়।

 

কীবোর্ড এর কোন বাটনের কি কাজ?

Caps Lock ক্যাপস লক অন থাকলে সকল ইংরেজি লেখার বর্ণমালার অক্ষর গুলো বড় হাতের অক্ষরে হয় এবং বাংলা লেখার ক্ষেত্রে Caps Lock ক্যাপস লক অন থাকলে বাংলা বর্ণমালার অক্ষর গুলো সঠিক ভাবে আসবে না (Keyboard Key Uses)। সেই ক্ষেত্রে কিবোর্ডে দেখতে হবে Caps Lock ক্যাপস লক অন আছে নাকি যদি অন থাকে তাহলে  Caps Lock ক্যাপস লক অফ করে রাখতে হবে ।

Shift:  সাধারণত কিবোর্ডে দুই পাশে দুইটি Shift কী থাকে। বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখার জন্য এই কী দুইটি ব্যবহৃত হয়।

Enter:  ইন্টার এ প্রেস করলে কারসর নীচের লাইনে চলে আসবে।

 

How To Use Keyboard Keys?

Ctrl: কন্ট্রোল Key সাধারণত বিভিন্ন সর্টকার্ট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

Window: কলে Key অল্টার এর মাঝখানে অবস্থিত কী এর নাম হচ্ছে উইনডো Key। উইডো Key তে প্রেস করলে স্টার্ট এ ক্লিক হবে।

Alt: অল্টার কী সাধারণত বিভিন্ন সর্টকার্ট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

BackSpace:  কারসর টেক্সট এর ডান পার্শে থাকলে ব্যক স্পেস Key তে প্রেস করলে অক্ষ বা টেক্সট বাদ দেয়ার জন্য ব্যবহৃত হয়।

Delete:  নিদিষ্ট কোন অবজেষ্ট সিলেক্ট করে ডিলেট Key তে প্রেস করলে তা বাদ হবে। কারসর টেক্সট এর বাম পার্শে থাকলে ডিলেট Key তে প্রেস করলে অক্ষর বা টেক্সট বাদ দেয়ার জন্য ব্যবহৃত হয়।

Arrow Key: এ্যারাে Key সাধারণত ৪ (চার) টি থাকে। বাম ডান এবং আপ ও ডাউন কী সাধারনত কী বাের্ডের ডান পার্শ্বে তাহলে কীবাের্ডের ডান পার্শ্বে নাম্বার কী গুলাে কাজ করবে না।

Number Lock: নাম্বার লক Key তে প্রেস করলে অন অফ হবে। সাধারণত নাম্বার লক অন রাখতে হবে। যদি নাম্বার লক অফ থাকে তাহলে কী বাের্ডের ডান পার্শ্বে নাম্বার Key গুলাে কাজ করবে না।

 

এই ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন, আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট দিতে পারেন। যাতে করে গ্রুপের  এডমিন এবং অন্যান্য মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial

তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url