How To Check Air Ticket Confirmation Online Etihad
How To Check My Flight Ticket Status In Etihad
Etihad Ticket Number Sample | Etihad Airways Check-In. বাংলাদেশের বেশির ভাগ পরুষ এবং মহিলাদের একাংশ রয়েছে প্রবাসে। বেশির ভাগ পরুষ এবং মহিলাদের একাংশ জীবিকার উদ্দ্যেশে পাড়ি জমিয়েছেন বাহিরের দেশে। আমরা যা বলতে বুঝি বিদেশে।জীবিকার উদ্ধেশে। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রবাসে যাতায়াতের একমাত্র সুগমপথ হলো এয়ারপথ বিমানের মাধ্যমে যাতায়াতা করা হয়। আর তাই চেষ্ট করবো যাতায়াত ব্যবস্থা বিমানের টিকিট করার ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা উচিত।
বিমানের টিকেট বুক করতে যা যা জানা জারুরী
০১)
কোন বিমানে যাতায়াতের জন্য আপনার টিকটে বুক করা হয়েছে।
০২)
টিককেট নাম্বার, রেফারেন্স নাম্বার অথবা বুকিং নাম্বার দেওয়া আছে নাকি।
০৩)
কত তারিখে এবং কয়টার সময় আপনার ফ্লাইটটি উড্ডয়ন করবে।
০৪)
কত তারিখে এবং কয়টার সময় আপনার ফ্লাইটটি আপনার প্রস্থান অনুজায়ী নামাবে করবে।
০৫)
যাত্রী হিসেবে আপনি কত কেজি মালামাল বহন করতে পারবেন। অনেক সময়ে টিকেটের উপর উল্লেখ্য
করা থাকে হাতে করে কত কেজি বহন করা যাবে এবং কত কেজি বিমানের বেল্টে বহন করতে পারবেন।
How To Check My Flight Ticket Status In Etihad
অনেক
সময় বিমানের টিকেট করতে গেলে দেখা যায় অনেকে অনেক ভাবে প্রতারিত হয়েছেন। দেখা গেছে
কিকেট বুক করে আসছেন কিন্তু এয়ারপোর্ট যাওয়ার পরে জানতে পারলেন আপনার টিকেটটি বুক করা
হয় নাই। বরং আপনাকে যে টিকেট দেওয়া হয়েছে সেটি সঠিক নয়। বর্তমান অনলাইন দুনিয়ায় আপনার জন্য সকল কিছুই সহজ
করা হয়েছে। তাই বিমানের টিকেটটি বুক করার পরেই আপনি নিজে নিজেই চেক করে নিতে আপনার
আপনার টিকিট টি সঠিক নাকি।
বিমানের টিকেট অনলাইনে চেক করার নিয়ম । How To Check My Flight Ticket Status In Etihad
উপরে
উল্লেখ করা জরুরী তথ্যে মতে আপনার টিকেটে উল্লেখ করা বিমানের নামটি খুজে বের করুন।
তারপর আপনার কম্পিউটার, ল্যাপটপ বা আপনার মোবাইলের যেনো ব্রাউজার থেকে গুগল চার্স বারে
etihad airways লিখে চার্স করতে পারেন। অথবা সরাসরি https://www.etihad.com এই লিংকের
মাধ্যমে ওয়েব সাইটে প্রবেশ করুন। নমুনা
তারপর
1) Booking reference, 2) ticket number or 3) Etihad Guest number* এই লেখার বক্সটিতে
আপনার টিকেটে উল্লেখ করা ০৩ টি তথ্যের মধ্যে যেকোনো একটি তথ্য প্রধান করুন। এবং Your
last name* এই লেখার বক্সটিতে আপনার নামের শেষের নামটি উল্লেখ করুন। যেমন আপনার নাম
Rafiqul Islam এখন আপনার প্রথম নাম হচ্ছে Rafiqul এবং শেষের নামটি হলো Islam। তাই এই
বক্স অনুযায়ী আপনার শেষের নামটি লিখুন। তবে আপনার টিকেটের মধ্যে উল্লেখ থাকবে আপনার
শেষের নামি আগে এবং প্রথম নামটি পরে যেমন: Islam Rafiqul। তাহলে Islam ই হলো আপনার শেষের নাম
(নমুনাটি উদাহরণ মুলক দেখানো হলো) তারপর Check in অপশনটিতে ক্লিক করুন। নমুনা
তারপর
ওয়েব সাইটের নিয়ম অনুযায়ী কিছুক্ষন অপেক্ষা করতে হতে পারে। তারপর বের হবে আপনার সকল
তথ্য। যা কিনা আপনার প্রতারিত হওয়া থেকে রক্ষা করবে। নামুনা
এই
ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে
রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন,
আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial
আমাদের
ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট
দিতে পারেন। যাতে করে গ্রুপের এডমিন এবং অন্যান্য
মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial
তাছাড়া
আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial