স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি । NID Smart Card Status

 

স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি । NID Smart Card Status

NID Check

জাতীয় পরিচয়পত্র এক গুরুত্বপূর্ণ ডুকোমেন্ট । জাতীয় পরিচয় পত্র ছাড়া কোনো কাজ সম্পাদন আশা করাই যায় না। প্রতিটি প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমি রয়েছে জাতিয় পরিচয় পত্রের। ২০১৬ সালের অক্টোবর মাসের সাধারণ জাতীয় পত্র থেকে স্মার্ট জাতীয় পত্র চালু করা হয়।  কিন্তু দেখা গেছে স্মার্ট জাতীয় পত্র এখনো সম্পূর্ণ ভাবে বিতরণ করা হয় নাই। কিছু কিছু অঞ্চলে জাতীয় পরিচয় স্মার্ট জাতীয় পত্র সম্পূর্ণ ভাবে বিতরণ করা হয়েছে। স্মার্ট জাতীয় পত্র কার্ডের মাধ্য রয়েছে একজন নাগরিকের সকল ধরণের তথ্য। একজন স্মার্ট জাতীয় পরিচয় পত্র কার্ড হোল্ডার স্মার্ট জাতীয় পরিচয় পত্রটি ব্যবহার করে যে সকল ধরনের সুবিধা পাবেন সেগুলো উল্লেখ্য করা হলো :

সুবিধা গুলোঃ

(১) ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে, (২)মটর যান রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে,  (৩) পাসপোর্ট করার ক্ষেত্রে, (৪) জমি ক্রয় ও বিক্রয় করার ক্ষেত্রে, (৫) ব্যাংক হিসাব বা ধরন অনুযায়ী ব্যাংক একাউন্ট খোলার জন্য, (৬) যেকোনে প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিতে, (৭) টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে, (৮) মোবাইল সিম ক্রয় করতে, (৯) সরকারি অনুদান ও যেকোনো ভাতা পেতে,  (১০) যেকোনো চাকরির আবেদন করতে।

 

স্মার্ট জাতীয় পরিচয় পত্র করতে কি কি প্রয়োজন

(১) এসএসসি বা সমমানের বোর্ড কতৃক সার্টিফিকেটের ফটোকপি, (২) জন্ম নিবন্ধ কপির ফটোকপি, (৩) পাসপোর্ট এর ফটো কপি ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি এগুলোর মধ্যে যে কোনো একটি হলেই চলবে, (৪) ইউটিলিটি বিলের ফোটোকপি কপি, (৫) নাগরিকত্ব সনদ (যেখানে প্রয়োজন পড়ে), (৬) পিতা, মাতা অথবা স্বামী /স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি ।


স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি

যারা ভোটার হয়েছে কিন্তু পূবের জাতীয় পত্র দিয়ে এখন পর্যন্ত সকাল কার্যক্রম পরিচালনা করতেছে। কিন্তু স্মার্ট জাতীয় পরিচয় হাতে পায় নাই। আবার যারা নতুন ভোটার হয়েছে কিন্তু স্মার্ট জাতীয় পরিচয় হাতে পায় নাই এই সকল লোকের জাতীয় নির্বাচন কমিশন এর ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবেন। আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি। যার জন্য আপনাদেরকে যার করতে হবে। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার এর যেকোনো ব্রাউজার অপেন করে nid smart card status এই লেখাটি লেখে গুগুল চার্স বারে লিখতে হবে

 

স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি । NID Smart Card Status


তারপর সাইটে প্রবেশ করার পরে ওয়েব সাইটের বাম পাশে nid smart card status লেখাটিতে ক্লিক করতে হবে।

স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি । NID Smart Card Status

অথবা সরাসরি https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকের মাধ্যমে সাইটে প্রবেশর করে নিম্নে ছবির মতো আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে।  যে যে তথ্য গুলো লাগবে

১) জাতীয় পরিচয় পত্রের নাম্বার অথবা ভোটার স্লিপের নাম্বার

২) জন্ম তারিখ

৩) ক্যাপচার কোড (তখন যেটা দেওয়া থাকে)।

এই তথ্য গুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে যেমন

স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি । NID Smart Card Status


করলেই চলে আসবে স্মার্ট জাতীয় পরিচয় পত্র কার্ডটি রেডি হয়েছে নাকি। যদি রেডি হয়ে থাকে তাহলে আপনার নিকটস্থ নিবার্চন অফিসে গিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনার কাঙ্খিত স্মার্ট জাতীয় পরিচয় পত্র। যেমন 

স্মার্ট জাতীয় পরিচয় পত্র রেডি হয়ে নাকি । NID Smart Card Status

গোপনীয়তার স্বার্থে নমুনাতে তথ্য গুলো গোপন করা হয়েছে। যদি এর সর্ম্পকে বিস্তারিত আরো জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আশা কোনো সমস্যা থাকলে সমাধার করার চেষ্টা করবো।

এই ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন, আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট দিতে পারেন। যাতে করে গ্রুপের  এডমিন এবং অন্যান্য মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial

তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial


Next Post
No Comment
Add Comment
comment url