IMO Apps Security | ইমু এ্যাপ ব্যহারের নিরাপত্তা

 

Mobile apps security, apps security

২০০৫সালে IMO Apps এ্যাপসটি প্রতিষ্ঠান হয়। IMO একটি জনপ্রিয় মেসেজিং, অডিও, এবং ভিডি কলের জন্য জনপ্রিয় মোবাইল এপ্লিকেশন। বেশির ভাগ দেখা গেছে যারা প্রবাসে থাকেন তারা দেশের বাড়ীতে প্রিয়জনের সাথে সংযোগ থাকার জন্য IMO টি ব্যবহার করে থাকেন। তবে আমাদের সবারি জানা উচিত, আমরা যতগুলো মোবাইল এ্যাপস ব্যবহার করে থাকি আমাদের নিত্যদিনে ব্যবহারে। সবগুলো মোবাইল এপ্লিকেশন ব্যবহারের এর ক্ষেত্রে কি ভাবে নিরাপত্তা বজায় রেখে ব্যবহার করা উচিত। যাতে করে আমরা মোবাইল এপ্লিকেশন ব্যবহারকারীরা সাইবার আক্রমন জাতীয় কোনো সমস্যার সমুক্খিন হয়ে হতে না হয়।  তাই আজ আমরা চেষ্টা করবো IMO এ্যাপসটি কি ভাবে ব্যবহার করলে আপনি নিরাপদ ভাবে IMO এ্যাপসটি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে কোনো সমস্যার সমুক্খিন হতে না হয়।

 IMO Apps

০১। আপনার IMO এ্যাপসটি ওপেন করে আপনার প্রোফাইল ছবিটিতে ক্লিক করুন। 

০২। Setting (সেটিং) অপশনটিতে ক্লিক করুন।

০৩। Privacy (প্রাইভেসি) অপশটিতে ক্লিক করুন ।


 Imo Video Call Security

Chat (চ্যাট) অংশে Last Seen অপশনটি রয়েছে। সেখানে Last Seen অপশনে Privacy (প্রাইভেসি) Setting (সেটিং) করতে পারেন।

ক) আপনি Everyone অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা বুঝাবে আপনি সর্বশেষ কখন IMO এ্যাপসটিতে প্রবেশ করেছেন। এবং সেটি IMO এ্যাপসটি ব্যবাহার কৃত সকল ব্যবহার কারীকে দেখাবে।

খ) আপনি My Contacts অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা বুঝাবে আপনি সর্ব শেষ কখন IMO এ্যাপসটিতে প্রবেশ করেছেন। এবং সেটি IMO এ্যাপসটিতে শুধু মাত্র আপনার Contacts লিস্টে যারা যারা আছেন শুধুমাত্র তারা দেখতে পাবে।

গ) আপনি Nobody অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা বুঝাবে আপনি সর্ব শেষ কখন IMO এ্যাপসটিতে প্রবেশ করেছেন। এবং সেটি IMO এ্যাপসটি ব্যবাহারকারীদের মধ্যেই কেউ বুঝতে পারবেন না আপনি কখন সর্ব শেষ প্রবেশ করেছেন।


 IMO Apk

Chat (চ্যাট) অংশে Read receipts অপশনটি রয়েছে। সেখানে Read receipts অপশনে Privacy (প্রাইভেসি) Setting (সেটিং) করতে পারেন।

ক) আপনি Everyone অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা বুঝাবে আপনাকে প্রেরণ করা কোনো মেসেজ বা বার্তা আপনি দেখেছেন নাকি এবং আপনাকে প্রেরণকারী সেটা বুঝতে পারবে। 

খ) আপনি My Contacts অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা বুঝাবে আপনাকে প্রেরণ করা কোনো মেসেজ বা বার্তা আপনি দেখেছেন নাকি এবং আপনাকে প্রেরণকারী আপনার Contacts লিস্টে যারা আছে শুধু তারাই বুঝতে পারবে।

গ) আপনি Nobody অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা বুঝাবে আপনাকে প্রেরণ করা কোনো মেসেজ বা বার্তা আপনি দেখেছেন নাকি এবং আপনাকে প্রেরণকারী সেটা বুঝতে পারবে না। 


 Video Calling App

Call (কল) অংশে Who Can Call me এর দ্বারা বুঝানো যাচ্ছে। আপনাকে কারা কল দিতে পারবে এবং কারা কল দিতে পারবে না। সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।  যারা বিস্তারিত নিম্নে দেওয়া হলো।

ক) আপনি Everyone অপশনটি সিল্টেক করেন। যারা মাধ্যমে যে কেউ আপনাকে কল করতে পারবে।

খ) আপনি My Contacts অপশনটি সিল্টেক করেন। যারা মাধ্যমে যে কেউ আপনাকে আপনার Contacts লিস্টে যারা আছে তারা ছাড়া আর কেউ কল দিতে পারবে না। যার ফলে যে কেউ আপনাকে কল করার মাধ্যমে বিরক্ত হওয়া থেকে রক্ষা পেতে পারেন।


 Apps Privacy

Profile (প্রোফাইল) অংশে Who Can See My Avater এর দ্বারা বুঝানো যাচ্ছে আপনার প্রোফাইলে দেওয়া ছবিটির নিরাপত্তা করার ক্ষেত্রে। যার মাধ্যমে আপনি আপনার প্রোফাইলে সেট করা প্রোফাইল ছবিটির নিরাপত্তা ঠিক করতে পারবেন যার জন্য আপনাকে যেগুলো করতে করতে সেগুলো বিস্তারিত নিম্নে দেওয়া হলো।

ক) আপনি Everyone অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা আপনার প্রোফাইল ছবিটি যেকেউই দেখতে পাবে। 

খ) আপনি My Contacts অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা আপনার প্রোফাইল ছবিটি আপনার Contacts লিস্টে যারা আছে তারা ছাড়া  আর কেউ দেখতে পাবে না। 

গ) আপনি Nobody অপশনটি সিল্টেক করেন। তাহলে সেটার দ্বারা আপনার প্রোফাইল ছবিটি আর কেউ দেখতে পাবে না। 


এই ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন, আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট দিতে পারেন। যাতে করে গ্রুপের  এডমিন এবং অন্যান্য মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial

তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url