CV Format | চাকরির জন্য সিভি লেখার নিয়ম
CV Format
সিভি কিভাবে লিখব? মানসম্মত সিভি। বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি ভালো মানের সিভি গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে। সিভির মানের উপর নির্ভর করে চাকরি পাওয়ার ক্ষেত্রে। সিভি প্রদান করার ক্ষেত্রে আমরা দুই ভাবে সিভি প্রেরণ করে থাকি। কোনো সময় প্রিন্ট করে সিভি দিয়ে থাকি আবার কোনো সময়ে ইমেইল করে থাকি। আজ আমরা চেষ্টা করবো কি ভাবে একটা ভালো মানের সিভি লেখতে হয় বা কি ভাবে লেখা উচিত।
সিভি লেখার ফরমেট
০১। সিভিতে প্রথমে লিখতে হবে Curriculum
Vitae অথবা Resume, তারপর নিজের নাম লিখতে হবে
০২।
Mailing Address হেডলাইন দিয়ে আপনাকে আপনার বর্তমান ঠিকানা, ব্যবহারকৃত মোবাইল নাম্বার,
ইমেইল ঠিকানা লেখতে হবে। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে আপনি যে মোবাইল নাম্বার আর ইমেইল
টি সিভিতে ব্যবহার করবেন। সেই গুলো যেন সঠিক এবং স্বচল থাকে।
০৩।
২য় প্যারাতে Career Objective (ভবিষ্যৎ পরিকল্পনা) হেড লাইন দিয়ে। আপনি আপনার ভবিষ্যৎ
পরিকল্পনা কি সেই সর্ম্পকে বিস্তারিত লিখবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাবে পরিচালনা
করবেন সেই সর্ম্পকে লিখবেন। যেমন:
Career Objective
To
establish myself as a challenging, Promising & honest professional skill.
This will give me professional acquired experience & also ensure me a
modern, honorable & happy social life.
০৪।
তারপর আপনাকে লিখতে হবে আপনার Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)। Educational
Qualification বা শিক্ষাগত যোগ্যতা লেখার জন্য আপনার কোর্সের নামটি প্রথমে লিখতে হবে।
ক) কোন শ্রেণী থেকে পাস করছেন। খ) ম্যাজর বা গ্রুপ লেখতে হবে, গ) প্রতিষ্ঠানের নাম,
গ) ইউনিভার্সিটি বা বোর্ড, ঘ) সেশন বা পরীক্ষার সাল, ঙ) রেজাল্ট বা ফলাফল। নমুন হিসেবে
নিম্নে দেওয়া হলো :
M. A. (Master’s)
Major:
আপনি যেই বিষয়ের উপর মাস্টার্স করেছেন, সেই বিষয়ের নামটি লিখুন
Institution:
আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করেছেন, সেই প্রতিষ্ঠানের নাম লিখুন
University:
আপনি যেই বিশ্ববিদ্যায়ের মাস্টার্স করেছেন, সেটির নাম লিখুন
Session:
আপনি যেই সেশনের ছিলেন (যেমন: 2018-2019)
Result:
পরীক্ষায় পাস করার পরে আপনি যে রেজাল্টটি পেয়েছেন। সেই রেজাল্টটি লিখুন।
B. A. (Honors)
Major:
আপনি যেই বিষয়ের উপর মাস্টার্স করেছেন, সেই বিষয়ের নামটি লিখুন
Institution
: আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করেছেন, সেই প্রতিষ্ঠানের নাম লিখুন
University
: আপনি যেই বিশ্ববিদ্যায়ের মাস্টার্স করেছেন, সেটির নাম লিখুন
Session
: আপনি যেই সেশনের ছিলেন (যেমন:2015-2016)
Result
: পরীক্ষায় পাস করার পরে আপনি যে রেজাল্টটি পেয়েছেন। সেই রেজাল্টটি লিখুন।
Higher Secondary Certificate (HSC/Alim)
Institute:
আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করেছেন, সেই প্রতিষ্ঠানের নাম লিখুন
Major:
Science/Commerce/Humanities (আপনি যে কোর্সে পরীক্ষা দিয়েছেন সেই কোর্সটি লিখুন)
Year:
আপনি যেই সালে পরীক্ষা পাশ করেছেন (যেমন: 2014)
Board:
Dhaka/Rajshahi/Comilla/Jessore/Chittagong/Barisal/Sylhet/Dinajpur/Madrasah (আপনি
যে বোর্ড থেকে পরীক্ষা
দিয়েছেন
সেই বোর্ডের নামটি লিখুন)
Result:
পরীক্ষায় পাস করার পরে আপনি যে রেজাল্টটি পেয়েছেন। সেই রেজাল্টটি লিখুন।
Secondary School Certificate (SSC/Dakhil)
Institute:
আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করেছেন, সেই প্রতিষ্ঠানের নাম লিখুন
Major:
Science/Commerce/Humanities (আপনি যে কোর্সে পরীক্ষা দিয়েছেন সেই কোর্সটি লিখুন)
Year:
আপনি যেই সালে পরীক্ষা পাশ করেছেন (যেমন:2012)
Board:Dhaka/Rajshahi/Comilla/Jessore/Chittagong/Barisal/Sylhet/Dinajpur/Madrasah
(আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের
নামটি লিখুন)
Result:
পরীক্ষায় পাস করার পরে আপনি যে রেজাল্টটি পেয়েছেন। সেই রেজাল্টটি লিখুন।
সিভি লেখার নিয়ম ২০২২
০৫।
Job Experience (চাকরির অভিজ্ঞতা)। প্রাইভেট কোম্পানি গুলোতে চাকরী পেতে হলে পূর্বের
চাকরির অভিজ্ঞতা অপরিহার্য। সেই ক্ষেত্রে আপনাকে আপনার সিভিতে পূর্বের চাকরির অভিজ্ঞতা
আছে নাকি সেটি দেখাতে হবে। ক) Job Period মানে
আপনি যেখানে চাকরি করেছেন তার সময়কাল উল্লেখ করা। খ) Company And Address আপনি যেই
কোম্পানিতে চাকরি করেছেন, সেই কোম্পানির নাম এবং ঠিকানা দিতে হবে। গ) Position/
Designation বা পদবী। আপনি যেই কোম্পানিতে চাকরি করেছেন, সেই কোম্পানি আপনাকে কোন পদের
জন্য নিয়োগ দিয়েছে। সেই পদবি টি উল্লেখ করা। ঘ) Responsibilities বা দায়ীত্ব আপনি
যেই কোম্পানিতে চাকরি করেছেন, সেই কোম্পানিতে আপনি কি কি কাজ করতে হচ্ছে তা উল্লেখ
করা। নমুনা নিম্নে দেওয়া হলো:
Job Experience
Job
Period : জয়েনের তারিখ আর কত তারিখ পর্যন্ত কোম্পানিতে বলবৎ চিলেন.
Company
And Address : কোম্পানির নাম এবং ঠিকানা
Position:
Computer Executive and PRO
Responsibilities:
Tender Preparation (Manual and e-Tender on e-GP), Manufacture Authorization
Letter Collection for Tender, Online VAT Return Submit, Foreign Communication,
All Kind Communication by Call and Email, Product Import.
CV Writing Format
০৬।
Personal Information বা ব্যক্তিগত তথ্য গুলো প্রদান করতে হবে। যেমন: Father’s
Name (বাবার নাম), Mother’s Name (মায়ের নাম), Permanent Address (স্থায়ী ঠিকানা),
Date of Birth (জন্ম তারিখ), Nationality (জাতীয়তা), Blood Group (রক্তের গ্রুপ),
Religion (ধর্ম), Marital Status (বৈবাহিক অবস্থা), Height (উচ্ছতা)। এই তথ্য গুলো
দিতে হবে।
Resume Format
০৭।
Additional Course বা অতিরিক্ত কোর্স করা যদি থাকে। তাহলে সেটিও উল্লেখ করুন।
০৮।
Computer Skills বা কম্পিউটারের কাজ করার কি কি দক্ষতা আছে সেগুলো লিখুন।
০৯।
Language Proficiency বা ভাষাগত দক্ষতা। কতটুকু
কোন ভাষার উপর কি কি দক্ষতা রয়েছে তা উল্লেখ করুন। যেনম: বলতে পারেন কতটুকু, লিখতে
পারেন কতটুকু, এবং পড়তে পারেন কতটুকু। নমুনা :
Language
Name |
Reading |
Writing |
Speaking |
English |
High |
High |
Medium |
Bangla |
High |
High |
High |
Resume Format For Job
১০।
References বা তথ্য সূত্র। আপনাকে ভালো করে এবং বর্তমানে তিনি ভালো অবস্থানে আছে, এমন
০২ (দুই) জন পরিচিত কারো তথ্য ব্যবহার করুন।
যাতে করে আপনি যেই কোম্পানিতে সিভিটি জমা দিবেন। তারা যেন তাকে কল দিয়ে আপনার সর্ম্পকে
খোজ খবর নিতে পারে।
১১।
সব শেষে আপনার স্বাক্ষর আর তারিখ দিয়ে সিভিটি জমা করতে পারেন।
আপনাদের সুবিধার্থে নিম্নে ছবি আকারে নমুনাটি দেখানো হলো:
[বিঃদ্রঃ অবশ্যই খেয়াল রাখবেন সকল তথ্যসূত্র যেন সঠিক এবং নির্ভূল
হয়। ]
এই ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন, আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট দিতে পারেন। যাতে করে গ্রুপের এডমিন এবং অন্যান্য মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial
তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial