Online Birth Certificate Check | জন্ম নিবন্ধন কী ভাবে অলাইনে যাচাই
জন্ম নিবন্ধন কী?
Online
Birth Certificate Check near Dhaka । online
birth certificate check bd জন্ম নিবন্ধন হলো
এমন একটি সার্টিফিকেট, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন হিসেবে, ২০০৪ সালে ২৯ নং আইন হিসেবে
একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবার নাম মায়ের নাম, এবং স্থায়ী এবং
অস্থায়ী ঠিকানা উল্লেখ করে নিবন্ধক কর্তৃক রেজিস্টারের মাধ্যমে প্রদান করা সনদ।
জন্ম নিবন্ধন কী কী কাজে প্রয়োজন ?
জন্ম নিবন্ধন যাচাই | জন্ম নিবন্ধন অনলাইন যাচাই | জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই | জন্ম নিবন্ধন আবেদন যাচাই | জন্ম নিবন্ধন হলো
এমন একটি সার্টিফিকেট যা ছাড়া অনেক প্রয়োজনীয় কাজ করতে বিশেষ ভাবে প্রয়োজন পড়ে। নিম্নে
উল্লেখিত কাজ গুলো করতে জন্ম নিবন্ধন অতি প্রয়োজন হয়ে পড়ে। জন্ম নিবন্ধন ছাড়া এই সব
কাজগুলো করা কোনো ভাবে আশা করা যায় না। আর
তাই বিশেষ ভাবে কোন কোনো কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন পড়ে সেগুলো সর্ম্পকে নিন্মে দেওয়া
হলো।
০১) নতুন পাসপোর্ট
করতে এবং রিইস্যু করতে
০২) বিবাহ করার সময়ে
০৩) শিক্ষা প্রতিষ্ঠানে
ভর্তির হওয়ার সময় প্রয়োজন
০৪) সরকারি বা যেকোনো
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরে যোগদানের ক্ষেত্রে প্রয়োজন
০৫) ড্রাইভিং লাইসেন্স
নতুন করে ইস্যু এবং রিইস্যু করতে প্রয়োজন
০৬) ভোটার তালিকায়
নাম করণ করার ক্ষেত্রে প্রয়োজন
০৭) ব্যাংক একাউন্ট
খোলার ক্ষেত্রে প্রয়োজন
০৮) জমিরর দলিল বা
রেজিষ্ট্রেশন করতে প্রয়োজন
০৯) আমদানী ও রপ্তানি
লাইসেন্স ইস্যু করা এবং রিইস্যু করতে প্রয়োজন
১০) গ্যাস, পানি,
টেলিফোন ও বিদ্যুৎ এর নতুন সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজন
জন্ম নিবন্ধন কী ভাবে অলাইনে যাচাযাই করা যায়?
আজ কাল অনেক ক্ষেত্রেই
দেখা যায় কিছু অসাধু লোকজন আছে যারা জন্ম নিবন্ধন যেকোনো ভাবে তেরীর করে মানুষের সাথে
প্রতারণা করে থাকে আর তাই জন্ম নিবন্ধন কর্তপক্ষ জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রধান করার
পরে সেটিকে আবার অনলাইনে যাচাই করার সুযোগও করে দিয়েছেন আর তাই কি ভাবে জন্ম নিবন্ধন
অলাইনে যাচাই করা যায় সেই সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হলো।
জন্ম নিবন্ধন কী ভাবে অলাইনে যাচাযাই করার নিয়ম কী?
জন্ম নিবন্ধন কী
ভাবে অলাইনে যাচাযাই করার নিয়ম সর্ম্পকে বিস্তারিতে আলোচনা করা হলো।
০১) আপনি যেকোনো কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের থেকে
যেকোনো ব্রাউজারের মাধ্যমে গিয়ে গুগল সার্চ বারে গিয়ে লেখতে হবে “অনলাইন জন্ম নিবন্ধন”। সার্চ দেওয়ার পরে ওয়েব সাইটটি চলে আসবে অথবা সরাসরি
যেকোনো ব্রাউজার থেকে https://bdris.gov.bd/ এই
লিংকের মাধ্যমে ওয়েব সাইটটিতে প্রবেশ করতে হবে, পরে ম্যানুবার থেকে জন্ম নিবন্ধন এই
ম্যানুটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ভেসে আসবে অনেক গুলো অপশন সেখান থেকে
জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই অপশনটিতে ক্লিক করতে হবে অথবা সরাসরি https://everify.bdris.gov.bd/ এই লিংকে
ক্লিক করে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনের স্বার্থে নমুনা দেওয়া হলো
০২) ক্লিক করার পরে
নিম্নে নমুনা অনুযায়ী একটি পেজ ওপেন হবে। তারপর
Birth Registration Number এখানে আপনার জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশনটি লিখুন এবং Date
Of Birth (YYYY-MM-DD) এই বক্সটিতে আপনার জন্ম নিবন্ধনে উল্লেখিত জন্ম তারিখ টি লিখুন।
কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে আপনার জন্ম সাল তার পরে হাইপেন (-) দিয়ে মাস
পরে হাইপেন (-) দিন লিখুন এবং নিম্নে উল্লেখিত ক্যাপচার হিসেবে দেওয়া সংখ্যা গুলোকে
যোগ করে যোগফল লিখে সার্চ অপশনে ক্লিক করুন। প্রয়োজনের স্বার্থে নমুনা দেওয়া হলো
০৩) তারপরই ওপেন
হবে আপনার কাঙ্খিত ফলাফল। প্রয়োজনের স্বার্থে নমুনা দেওয়া হলো
উপরোক্ত নমুনা গুলো তথ্য গুলোকে হাইড করা হয়েছে নমুনা হিসেবে দেখানো ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তার জন্য।
এই
ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে
রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন,
আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial
আমাদের
ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট
দিতে পারেন। যাতে করে গ্রুপের এডমিন এবং অন্যান্য
মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial
তাছাড়া
আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial