How to Check Own Mobile Number

 

How to Check Own Mobile Number| How To Check Mobile Number From Sim । Grameenphone Sim Number Check । Bangladesh Mobile Number Check । Mobile Number Check Code । Airtel Own Number Check । How To Check Banglalink Number । Robi Own Number Check । All Sim Number Check Code Bd

How To Check Mobile Number From Sim। Sim Number Check Bd আমরা অনেকেই নিজের মোবাইলে ব্যবহারকৃত মোবাইল নাম্বারটা জানেন আবার অনেকেই জানেন না। তবে জানেন না এমন সংখ্যাক লোক গুলো তেমন বেশি না অল্প সংখ্যক লোক রয়েছে এদের মধ্যে। দেখা যায় অনেক সময়ে নিজের নাম্বার টা মনে থাকে না। এবং মোবাইলে টাকাও থাকে না যে কাউকে কল দিয়ে মোবাইল নাম্বার বের করে নেওয়া যায়।  আর তাই আজ আমরা চেষ্টা করবো ফ্রি কি ভাবে নিজের মোবাইলে ব্যবহারকৃত মোবাইল নাম্বারটা বের করা যায়।


ক্রমিক নং

মোবাইল অপারেটর নাম

মোবাইল অপারেটর নাম্বার

ডায়েল কোড

০১

এয়ারটেল

(Airtel)

016*******

*2# অথবা *121*7*3#

০২

রবি (Robi)

018*******

*2# অথবা *140*2*4#

০৩

গ্রামীণফোন (GrameenPhone)

017 অথবা 013*******

*2# অথবা *111*8*

০৪

বাংলালিংক (Banglalink)

019 অথবা 014*******

*511# অথবা *666#

০৫

টেলিটক (Teletalk)

015*******

*551#

How to Check Airtel Number?

ওয়ারিড অপরেটরটি ২০০৭ সালে এয়ারটেল কোম্পানি কিনে নেয়। আর তখনি নাম করণ করা হয় এয়ারেটল। এয়ারটেলের প্রাথমিক শুরুর দিকে বেশির ভাগ গ্রাহক ছিলো ইয়াং জেনেরশনের পরে আস্তে আস্তে এয়াটেলের বিস্তার ঘটে।  ইয়াং জেনারেশনদের মধ্যে বেশির ভাগ বন্ধুত্ব সর্ম্পকটা বজায় রাখতে দেখা যায়। এয়ারটেল বন্ধুদের সংযোগ রাখতে নিজেদের অবস্থান কে বিস্তার করতে নতুন নতুন অফার দিতে থাকে এবং এই ইয়াং জেনারেশনদের মধ্য দিয়েই এয়ারটেলের বিস্তার শরু হয়।  নিজের মোবাইলে এয়ারটেল নাম্বারটি বের করত বা যাচাই করতে নিজের মোবাইল থেকে ডায়েল করতে হবে *2# অথবা *121*7*3#

How to Check Banglalink Number?

বাংলালিংক প্রতিষ্ঠিানটি ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রথম দিকে বাংলালিংক মোবাইল গ্রাহক তেমন একটা ছিলো না। তারা নিজের প্রচার প্রসার করার জন্য দেখা গেছে এ্যাড বা প্রচারনা হিসেবে সুন্দর সুন্দর গানের মাধ্যেমে এ্যাড তৈরি করে প্রচার শরু করেন। পরে ধীরে ধীরে বিভিন্ন অফারের মাধ্যমে তাদের প্রচার প্রসার করতে শুরু করে প্রায় এক যুগ পরে তাদের গ্রহাক সংখ্যা প্রাথ ০৩ (তিন) কোটিরও বেশি ছড়িয়ে পড়ে। হয়।  নিজের মোবাইলে বাংলালিংক নাম্বারটি বের করত বা যাচাই করতে নিজের মোবাইল থেকে ডায়েল করতে হবে *511# or *666#

How to Check Grameenphone Number?

বাংলাদেশের এক নং মোবাইল অপরেটর হিসেবে দাবী করা হয় গ্রামীণফোন অপারেটর কে। তাদের মোবাইল নেটওয়ার্ক সুবিধা বাংলাদেশের গ্রাম গঞ্চে সবত্রে চড়িয়ে পড়াতে তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং এক এক করে গ্রাহকদের কাছে গ্রামীণফোন কোম্পানির সীমও গ্রহক সেবার উর্দ্ধে চলে যায়। নিজের মোবাইলে বাংলালিংক নাম্বারটি বের করত বা যাচাই করতে নিজের মোবাইল থেকে ডায়েল করতে হবে। প্রিপেইড মোবাইল অপারেটর থেকে   *2# অথবা *111*8* এবং পোষ্টপেইড মোবাইল অপারেটর  *111*8*3#

How to Check Robi Number?

রবি মোবাইল অপরেটর হিসেবে দাবী করা হয় দ্বিতীয় হিসেবে। তবে বর্তমানে এয়রটেল এর সাথে সংযুক্ত হয়ে গেছে ব্যাবসায়িক হিসেবে। রবি এবং এয়ারটেল একত্রে গ্রাহক সেবা প্রদান করার জন্য তাদের ব্যবসায়িক প্রচেষ্টা চালিয়ে আসতেছে।  নিজের মোবাইলে বাংলালিংক নাম্বারটি বের করত বা যাচাই করতে নিজের মোবাইল থেকে ডায়েল করতে হবে *2# অথবা *140*2*4#

 How to Check Teletalk Number?

টেলিটক মোবাইল অপরেটরটি একমাত্র বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান।  সেবার ক্ষেত্রে টেলিটক প্রতিষ্ঠানটি বেশি একটা উন্নয়ন করতে পারে নাই। তবে যে কোনো সরকারি নিয়েগোর জন্য এপ্লাইয়ের ক্ষেত্রে টেলিটকের মাধ্যমে ফি প্রদান করতে হয়। নিজের মোবাইলে বাংলালিংক নাম্বারটি বের করত বা যাচাই করতে নিজের মোবাইল থেকে ডায়েল করতে হবে *551# অথবা আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে "P" এবং মেসেজটি প্ররণ করতে হবে 154 এই নাম্বারটিতে। 


এই ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন, আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট দিতে পারেন। যাতে করে গ্রুপের  এডমিন এবং অন্যান্য মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial

তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url