ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি
How
To Get User Id And Password Recover For Application | যেকোনো সরকারি চাকরিতে এপ্লাই
করার পরে পেমেন্ট পরিশোধ করা হলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় যাতে পরবর্তীতে
এপ্লাইকৃত আবেদন কপি হারানো গেলে বের করা যায় এবং পরীক্ষা তারিখ ঘোষণা করা হলে পরীক্ষায়
অংশগ্রহণ করার জন্য এ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশ গ্রহণ করা যায়।
কি ভাবে ইউজার আইডি বের করা যায়?
যেকোনো
সরকারি চাকরির আবেদন কপির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউজার আইডি। ইউজার আইডি ছাড়া
আবেদন পত্র বের অসম্ভব হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক চাকরি প্রত্যাশী দের
উচিত আবেদনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালো করে সংরক্ষণ করে রাখা যাতে যেকোনো প্রয়োজনে
ব্যবহার করা যায়। আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি টি বের করতে আপনার যা যা করতে হবে। যেমন:
ইউজার আইডি খোলার নিয়ম
১)
আপনি যে ওয়েব সাইট থেকে আপনার কাঙ্ক্ষিত চাকরির পদটির জন্য আবেদন করেছেন। সেই ওয়েব
সাইটে প্রবেশ করুন। ওয়েব সাইটে প্রবেশ করার পরে ওয়েব সাইটের ম্যানুবারে Recover
User ID এই অপশনটিতে প্রবেশ করুন। তারপর দেখুন টেবিল বক্সে গুলো চাহিদাকৃত তথ্য গুলো
লিখুন।
২) Name এই বক্সটিতে আপনার নিজের নামটি লিখুন (অবশই
খেয়াল রাখবেন আবেদন করার সময় যেই ভাবে আপনার নাম লিখছিলেন। ঐভাবেই লিখতে হবে।)
৩)
Father's Name : এই বক্সটিতে আপনার বাবার নামটি লিখুন (অবশই খেয়াল রাখবেন আবেদন করার
সময় যেই ভাবে আপনার বাবার নামটি যে ভাবে লিখছিলেন। ঐভাবেই লিখতে হবে।)
৪)
Mobile Number এই বক্সটিতে আপনার মোবাইল নাম্বারটি
লিখুন (অবশই খেয়াল রাখবেন আবেদন করার সময় যেই নাম্বারটি লিখছিলেন। ঐ নাম্বার লিখতে
হবে।)
41 Bcs User Id And Password Recovery
এরপর নিচে উল্লেখ করা Submit বাটনে ক্লিক করুন। তারপরই চলে আসবে আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি টি। অবশই আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি টি সংরক্ষন রাখবেন পরবর্তীতে এটি প্রয়োজন হতে পারে। নমুনা নিম্নে দেওয়া হলো এবং গোপনীতার স্থার্থে তথ্য গুলো হাইড করা হয়েছে।
কি ভাবে পাসওয়ার্ড বের করা যায়?
যেকোনো সরকারি চাকরির আবেদন কপির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া আবেদন পত্র এব পরীক্ষায় অংশগ্রহণ করা জন্য এ্যাডমিট কপির বের অসম্ভব হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক চাকরি প্রত্যাশী দের উচিত আবেদনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালো করে সংরক্ষণ করে রাখা যাতে যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যায়। আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড টি বের করতে আপনার যা যা করতে হবে। যেমন:
How To Find My User Id
০১)
আপনি যে ওয়েব সাইট থেকে আপনার কাঙ্ক্ষিত চাকরির পদটির জন্য আবেদন করেছেন। সেই ওয়েব
সাইটে প্রবেশ করুন। ওয়েব সাইটে প্রবেশ করার পরে ওয়েব সাইটের ম্যানুবারে Recover
Password এই অপশনটিতে প্রবেশ করুন। তারপর দেখুন টেবিল বক্সে গুলো চাহিদাকৃত তথ্য গুলো
লিখুন।
২)
User ID : এই বক্সটিতে আপনার আবেদন করার সময় আবেদন কপিতে উল্লেখ করা ইউজার আইডিটি লিখুন
(অবশই খেয়াল রাখবেন আবেদন করার সময় কপিতে উল্লেখ করা ইউজার আইডি টি যেন হয় আর। ইউজার
আইডি টি যদি হারিয়ে যায় বা খেয়াল না থাকে তাহলে উপরের দেওয়া নিয়ম অনুযায়ী ইউজার আইডি টি বের করে নিতে পারেন । এবং সেইটি বক্সে
স্থাপন করুন)
৩)
Mobile Number: এই বক্সটিতে আপনার আবেদন করার সময় ব্যবহার কৃত মোবাইল নাম্বার টি লিংখুন।
(অবশই খেয়াল রাখবেন আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি লিখছিলেন। ঐ নাম্বারই লিখতে
হবে। এরপর নিচে উল্লেখ করা Submit বাটনে ক্লিক করুন। তারপরই চলে আসবে আপনার কাঙ্ক্ষিত
পাসওয়ার্ড টি। অবশই আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড টি সংরক্ষন রাখবেন পরবর্তীতে এটি প্রয়োজন
হতে পারে। নমুনা নিম্নে দেওয়া হলো এবং গোপনীতার স্থার্থে তথ্য গুলো হাইড করা হয়েছে।
এই
ছাড়াও আমাদের সকল টিউটোরিয়াল পোষ্ট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে
রাখতে পারেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন,
আমাদের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/tech2tutorial
আমাদের
ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেকোনো প্রয়োজনে গ্রুপে আপনার প্রয়োজনীয় সমস্যাটি জানিয়ে পোষ্ট
দিতে পারেন। যাতে করে গ্রুপের এডমিন এবং অন্যান্য
মেম্বার দের থেকে সহায়তা পেতে পারেন, আমাদের ফেইসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/techtotutorial
তাছাড়া
আমাদের ইউটিউব চ্যানেলে যেকোনো টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/c/TechToTutorial